প্রেম করে বিয়ে করায় প্রাণ গেলো বাবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মে ২০২২, ০৮:৩৮
                                        ময়মনসিংহে ছেলে-মেয়ে প্রেম করে বিয়ে করাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বেয়াইন ও তার ভাইদের বিরুদ্ধে।
রোববার (২২ মে) সন্ধ্যার পর মহানগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নয়ন আলীর ছেলে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রমজান মাসে রফিকুল ইসলামের মেয়ে ওই এলাকার রানু বেগমের ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। রানু বেগম এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলে আসছিল।
সন্ধ্যার পর রানু এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দামকে সঙ্গে নিয়ে মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশে যান। সেখানে একটি দোকানে রফিকুল ইসলামকে পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএফ৭১/আরআর/২০২২

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।