• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাসের রেষারেষিতে নিহত মোটরসাইকেলের চালক, ২ বাসে আগুন

শাকিল খান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ১৯:৫৯

সাভারের আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী এক যুবকের। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুটি বাস। রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২৫)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এতে বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আলীনুর পরিবহনের দুটি বাস ঢাকা থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। তারা জিরাবো এলাকায় পৌঁছালে দুটি বাসই একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল আরোহী মেহেদী একটি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাস দু'টিকে আটক করে যাত্রীদের নামিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে। বাস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top