• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাদারীপুরে দেশের দ্বিতীয় সুউচ্চ ৪৪ ফুট শহীদ মিনার নির্মিত

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ২০:৫২

মাদারীপুরে সুউচ্চ ৪৪ ফুট শহীদ মিনার নির্মিত

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের নির্মিত হয়েছে সুউচ্চ ৪৪ ফুট শহীদ মিনার। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারটিকে দেশের সুউচ্চ ২য় শহীদ মিনার বলছেন প্রতিষ্ঠাতারা। মো. নাছির উদ্দিন দিদারের নকশায় তিন বছর ধরে নির্মিত শহীদ মিনারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এস,বি,কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল এণ্ড কলেজটি ২০১৫ সালে প্রায় ৬ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর সুবিশাল আয়তনের স্কুল এণ্ড কলেজের মাঠের এক পাশে ৪৪ ফুট উচ্চতা এবং ৫৫ ফুট প্রস্থ ও ৮৫ ফুট দৈর্ঘ্যরে বেদি নিয়ে নির্মিত হয়েছে জাতীয় শহীদ মিনারের আদলে এক সুউচ্চ শহীদ মিনার।

এলাকাবাসী ও স্কুলের ছাত্র ছাত্রী জানিয়েছেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এমন শহীদ মিনার নির্মিত হওয়ায় গর্বিত এলাকাবাসী। শহীদ মিনারটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সুউচ্চ শহীদ মিনার বিবেচনা করে এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

শিরখাড়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান ও শহীদ মিনারের প্রতিষ্ঠাতা মো. মজিবুর রহমান হাওলাদার জানান, মহান ভাষা আন্দোলনের শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এমন শহীদ মিনার নির্মাণের চিন্তা দীর্ঘদিন। সেই উপলব্ধি থেকে শহীদ মিনারটি নির্মাণ করতে পেরে আমি আনন্দিত।

এস,বি,কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল এণ্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের সম্মানার্থে সুবৃহৎ শহীদ মিনারটি আমাদের স্কুল এণ্ড কলেজে প্রতিষ্ঠিত হওয়া গর্বের।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, এমপি বলেন, এমন সুউচ্চ শহীদ মিনার উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। শহীদ মিনারের চেতনা আমাদের সকল মানুষকে ধারণ করতে হবে।

শহীদ মিনারটি উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এস,বি,কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল এণ্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ'লীগের প্রেসডিয়াম সদস্য শাজাহান খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খান, শিরখাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হাওলাদার। এস,বি,কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল এণ্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top