• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেনের দাফন সম্পন্ন

রাজশাহী থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ১৯:২৮

রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাতে রাজশাহীর ভুবন মোহন শহীদ মিনার প্রাঙ্গণে সর্বজনের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ টিকাপাড়া থেকে মহানগর ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়।

সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দোয়া শেষে পাশেই টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বরেণ্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

জানাজা নামাজের আগে সেখানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- ভাষা সৈনিক আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও কবি আরিফুল হক কুমার।

বার্ধক্যজনিত কারণে ৩১ মার্চ বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অসাম্প্রদায়িক আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ভাষা-সৈনিক আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top