• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সুনামগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২১, ২৩:২০

দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমল দাস নামে এক শ্রমিক নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে একটি হাইস্কুলের নির্মিত বিল্ডিং এ কাজ করার সময় বিদ্যুৎ চালিত মোটরে সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম বিমল দাস(৩৫)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামের রবীন্দ্র দাসের ছেলে।

শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আবু বক্কর বাকি ও এস আই দেবাশীষ সূত্রধরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত বিমল দাস শ্রমিক হিসেবে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের পূর্বপাগলা উচ্চ বিদ্যালয়ে নির্মিত বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎচালিত মোটরে সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার খবর দেয়া হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top