• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২১, ০৩:৫৯

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, হত্যা চেষ্টা ও মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জের সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির একাংশের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুনামগঞ্জের সর্বস্তরের সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টস ইউনিটি একাংশের সভাপতি বিন্দু তালুকদার, সহ-সভাপতি কুলেন্দু শেখর দাশ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার। একজন অনুসন্ধানী সংবাদকর্মী হিসেবে দেশে-বিদেশে তাঁর স্বীকৃতি রয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানান অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্তা, নির্যাতন, হত্যা চেষ্টার পর তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁকে যারা আটকে রেখে হত্যা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ সারা দেশে আন্দোলন গড়ে তুলতে রাস্তায় নামতে বাধ্য হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top