• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পার্বতীপুর পৌর মেয়রের আপীল নামঞ্জুর, নির্বাচনে আর বাধা নেই

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১২ জুন ২০২১, ০৩:৫৭

পার্বতীপুর পৌর মেয়রের আপীল নামঞ্জুর, নির্বাচনে আর বাধা নেই

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র কর্তৃক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে দায়েরকৃত নিষেধাজ্ঞার আপীল আবেদন বৃহস্পতিবার (১০ জুন) নামঞ্জুর হয়েছে।

এর মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের আর কোন বাধাই থাকলো না। ফলে যে কোন সময় পার্বতীপুর পৌরসভা সহ দুইটি ইউনিয়নে নির্বাচন হতে পারে। সীমানা নির্ধারণ নিয়ে মহামান্য হাইকোর্টে মামলার কারণে দীর্ঘ দশ বছর ধরে পার্বতীপুর পৌরসভা এবং তৎসংলগ্ন রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়ে যায়।

এর আগে রবিবার (৬ জুন) মহামান্য হাইকোর্টে বিভাগের বিচারপতি মোঃ মজিবির রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন মামলাটি খারিজ করে দেন। মামলাটি শুনানি করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ এম আর চৌধুরী, রীটকারীর পক্ষে আব্দুল বাতেন, ৬নং বিবাদী হুমায়ুন কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ এহসান হাবিব।

জানা গেছে, ২০১১ সালের জানুয়ারি মাসে পার্বতীপুর পৌরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান মেয়র এ,জেড,এম মেনহাজুল হক মাত্র ১৪ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ ওহাব সরকার কে হারায়ে নির্বাচিত হন। নিয়মমতে, ৫ বছর পর দেশের অন্যান্য পৌরসভায় নির্বাচন হলেও সীমানা নির্ধারনী জটিলতায় অজুহাতে পার্বতীপুর পৌরসভায় কোন নির্বাচন হয়নি।

দীর্ঘ ১০ বছর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় একদিকে যেমন নাগরিকগন তাদের ভোটাধিকারের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না। অন্যদিকে এক টার্মের জন্য নির্বাচিত হয়ে দুই টার্মে দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের কাছে আশানুরূপ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

অতিদ্রুত সীমানা নির্ধারণের জটিলতা নিরসন করে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার জোর দাবী জানান সচেতনমহল। তা না হলে প্রতিনিয়ত নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে তারা মতামত ব্যক্ত করেন। এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে অবিলম্বে নির্বাচনের দাবী জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top